ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে (থানার উপপরিদর্শক) সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এসআই মো. রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে।
ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে (থানার উপপরিদর্শক) সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এসআই মো. রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে।
ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার প্রায় দুই বছর পর পঞ্চগড় আদালতে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী শিরিন আক্তার। গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করলে আদালতের বিচারক এস এম শফিকুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক এজাহারে অন্তর্ভুক্তির আদেশ দেন।
১ মিনিট আগেকক্সবাজারের ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে শহরের কলাতলী এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ডলফিন মোড় থেকে শুরু হয়ে সুগন্ধা সৈকত পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশ করে।
৩ মিনিট আগেঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে মোট গ্রেপ্তারকৃত ৯৪৩ জনের মধ্যে ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
৩ মিনিট আগেনরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাঁকে আটক করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেন।
৯ মিনিট আগে