নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুইটি ‘তরাস’ নাইন এমএম পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলবার। আগ্নেয়াস্ত্র তিনটিই সচল রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ জোন) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুত ছিল, তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো একসময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৩০টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপে নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নগর পুলিশের। ৩০টি গুলিসহ পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রিভলবারটিও সিএমপির যেকোনো একটি থানা থেকে লুট হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ৮ থানা ও ফাঁড়িগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানাগুলো হলো-কোতোয়ালি, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড, সদরঘাট ও পতেঙ্গা থানা।
এ সময় একদল দুষ্কৃতকারী থানা ও ফাঁড়িগুলো থেকে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বেশির ভাগই এখনো উদ্ধার করা যায়নি।
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুইটি ‘তরাস’ নাইন এমএম পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলবার। আগ্নেয়াস্ত্র তিনটিই সচল রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ জোন) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুত ছিল, তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো একসময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৩০টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপে নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নগর পুলিশের। ৩০টি গুলিসহ পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রিভলবারটিও সিএমপির যেকোনো একটি থানা থেকে লুট হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ৮ থানা ও ফাঁড়িগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানাগুলো হলো-কোতোয়ালি, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড, সদরঘাট ও পতেঙ্গা থানা।
এ সময় একদল দুষ্কৃতকারী থানা ও ফাঁড়িগুলো থেকে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বেশির ভাগই এখনো উদ্ধার করা যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি প্রশাসনিক ভবনেই তালা ঝুলিয়ে শাটডাউন করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে উপাচার্য (ভিসি), সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের (ট্রেজারার) কার্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন দপ্তরে না থাকলেও সহ-উপাচার্য ও ট্রেজারার শি
৩ মিনিট আগেরাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আট মামলার দুর্ধর্ষ ও ওয়ারেন্টভুক্ত চোর আব্দুল আজিজকে (৫৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (৫ মে) রাতে তাঁকে বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেপঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার প্রায় দুই বছর পর পঞ্চগড় আদালতে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী শিরিন আক্তার। গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করলে আদালতের বিচারক এস এম শফিকুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক এজাহারে অন্তর্ভুক্তির আদেশ দেন।
৯ মিনিট আগেকক্সবাজারের ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে শহরের কলাতলী এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ডলফিন মোড় থেকে শুরু হয়ে সুগন্ধা সৈকত পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশ করে।
১১ মিনিট আগে