অনলাইন ডেস্ক
এই নগরে বিবিধ চাপে পিষ্ট মানুষের জীবনে নির্ভার সন্ধ্যা বড় দুর্লভ। বিচ্ছিন্ন দ্বীপের সম্রাট সেজে আশ্চর্য একাকী জীবন যেন ভবিতব্য আজ। জীবন ও রাজনৈতিক বাস্তবতার এই দূরহ সময়ে পরস্পরের কাছে আসবার, বন্ধুত্ব উদ্যাপনের প্রহর বড্ড আকাঙ্খিত।
লেখক ও চিন্তক জাভেদ হুসেন বিগত প্রায় দুই দশক ধরে তাঁর সাহিত্য চর্চার দৌলতে গড়ে তুলেছেন সেই কাঙ্ক্ষিত আসর—শহরজুড়ে। কার্ল মার্ক্স, মির্জা গালিব, মীর ত্বকি মীর কিংবা নওশাদ নূরী! জাভেদ হুসেনের অনন্য লেখার ভুবন আমাদের চেনায় মার্কসের বহুমাত্রিক চিন্তাজগৎ আর উর্দু-ফারসি শিল্পসাহিত্য ভাবনার বিচিত্র দুনিয়া। দারুণ বাগ্মিতায় এই শহরকে কখনো মির্জা গালিব, কখনো ফয়েজ আহমেদ ফয়েজ কিংবা আল্লামা ইকবালের অপূর্ব শেরের মাদকতায় আচ্ছন্ন করে চলেছেন তিনি দীর্ঘ সময়।
৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচিত্র গোলাপের সুবাসিত মাহফিল। এই আয়োজনে বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রন্থিক প্রকাশন এবং সার্বিক সহযোগিতায় এন’স কিচেন।
এই আয়োজনের প্রথম দিন থাকছে রবীন্দ্রজয়ন্তীর নিবেদন, শিল্পী লায়েকা বশীরের কণ্ঠে তাঁর প্রিয় রবীন্দ্র সংগীতের পরিবেশনা। তবলায় সংগত করবেন ভুলু ধর রাজেশ। দ্বিতীয় দিনে থাকছে জাভেদ হুসেনের আলাপন। সমাপনী দিনে থাকছে জাভেদ হুসেন অনূদিত নাটক ‘মার্কস ইন সোহো’র নির্বাচিত অংশের পাঠাভিনয়। সমাপনী পর্বে থাকছে দুই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সারেঙ্গি বাদন। সারেঙ্গিশিল্পী মতিয়ার রহমান ও তাঁর দুই সন্তান মাহিমা মেহজাবিন এবং ইউসুফ আহমেদের সঙ্গে তবলায় থাকবেন শিল্পী জাকির হোসেন।
এ ছাড়া লেখক–পাঠক আড্ডার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে গ্রন্থিক প্রকাশনের ব্যবস্থাপনায় জাভেদ হুসেনের সব বইসহ গ্রন্থিকের বই নিয়ে বিশেষ বইমেলা। বই কেনাকাটায় থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এই নগরে বিবিধ চাপে পিষ্ট মানুষের জীবনে নির্ভার সন্ধ্যা বড় দুর্লভ। বিচ্ছিন্ন দ্বীপের সম্রাট সেজে আশ্চর্য একাকী জীবন যেন ভবিতব্য আজ। জীবন ও রাজনৈতিক বাস্তবতার এই দূরহ সময়ে পরস্পরের কাছে আসবার, বন্ধুত্ব উদ্যাপনের প্রহর বড্ড আকাঙ্খিত।
লেখক ও চিন্তক জাভেদ হুসেন বিগত প্রায় দুই দশক ধরে তাঁর সাহিত্য চর্চার দৌলতে গড়ে তুলেছেন সেই কাঙ্ক্ষিত আসর—শহরজুড়ে। কার্ল মার্ক্স, মির্জা গালিব, মীর ত্বকি মীর কিংবা নওশাদ নূরী! জাভেদ হুসেনের অনন্য লেখার ভুবন আমাদের চেনায় মার্কসের বহুমাত্রিক চিন্তাজগৎ আর উর্দু-ফারসি শিল্পসাহিত্য ভাবনার বিচিত্র দুনিয়া। দারুণ বাগ্মিতায় এই শহরকে কখনো মির্জা গালিব, কখনো ফয়েজ আহমেদ ফয়েজ কিংবা আল্লামা ইকবালের অপূর্ব শেরের মাদকতায় আচ্ছন্ন করে চলেছেন তিনি দীর্ঘ সময়।
৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচিত্র গোলাপের সুবাসিত মাহফিল। এই আয়োজনে বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রন্থিক প্রকাশন এবং সার্বিক সহযোগিতায় এন’স কিচেন।
এই আয়োজনের প্রথম দিন থাকছে রবীন্দ্রজয়ন্তীর নিবেদন, শিল্পী লায়েকা বশীরের কণ্ঠে তাঁর প্রিয় রবীন্দ্র সংগীতের পরিবেশনা। তবলায় সংগত করবেন ভুলু ধর রাজেশ। দ্বিতীয় দিনে থাকছে জাভেদ হুসেনের আলাপন। সমাপনী দিনে থাকছে জাভেদ হুসেন অনূদিত নাটক ‘মার্কস ইন সোহো’র নির্বাচিত অংশের পাঠাভিনয়। সমাপনী পর্বে থাকছে দুই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সারেঙ্গি বাদন। সারেঙ্গিশিল্পী মতিয়ার রহমান ও তাঁর দুই সন্তান মাহিমা মেহজাবিন এবং ইউসুফ আহমেদের সঙ্গে তবলায় থাকবেন শিল্পী জাকির হোসেন।
এ ছাড়া লেখক–পাঠক আড্ডার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে গ্রন্থিক প্রকাশনের ব্যবস্থাপনায় জাভেদ হুসেনের সব বইসহ গ্রন্থিকের বই নিয়ে বিশেষ বইমেলা। বই কেনাকাটায় থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
২১ মিনিট আগেএর আগে ড. শফিউল্লাহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তবে ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগেবিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদকে’ (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগেখুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
১ ঘণ্টা আগে