Ajker Patrika

মার্ক্স-রবীন্দ্র জয়ন্তীতে গান-গল্প–বই আড্ডা

অনলাইন ডেস্ক
মার্ক্স-রবীন্দ্র জয়ন্তীতে গান-গল্প–বই আড্ডা

এই নগরে বিবিধ চাপে পিষ্ট মানুষের জীবনে নির্ভার সন্ধ্যা বড় দুর্লভ। বিচ্ছিন্ন দ্বীপের সম্রাট সেজে আশ্চর্য একাকী জীবন যেন ভবিতব্য আজ। জীবন ও রাজনৈতিক বাস্তবতার এই দূরহ সময়ে পরস্পরের কাছে আসবার, বন্ধুত্ব উদ্যাপনের প্রহর বড্ড আকাঙ্খিত।

লেখক ও চিন্তক জাভেদ হুসেন বিগত প্রায় দুই দশক ধরে তাঁর সাহিত্য চর্চার দৌলতে গড়ে তুলেছেন সেই কাঙ্ক্ষিত আসর—শহরজুড়ে। কার্ল মার্ক্স, মির্জা গালিব, মীর ত্বকি মীর কিংবা নওশাদ নূরী! জাভেদ হুসেনের অনন্য লেখার ভুবন আমাদের চেনায় মার্কসের বহুমাত্রিক চিন্তাজগৎ আর উর্দু-ফারসি শিল্পসাহিত্য ভাবনার বিচিত্র দুনিয়া। দারুণ বাগ্মিতায় এই শহরকে কখনো মির্জা গালিব, কখনো ফয়েজ আহমেদ ফয়েজ কিংবা আল্লামা ইকবালের অপূর্ব শেরের মাদকতায় আচ্ছন্ন করে চলেছেন তিনি দীর্ঘ সময়।

৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচিত্র গোলাপের সুবাসিত মাহফিল। এই আয়োজনে বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রন্থিক প্রকাশন এবং সার্বিক সহযোগিতায় এন’স কিচেন।

এই আয়োজনের প্রথম দিন থাকছে রবীন্দ্রজয়ন্তীর নিবেদন, শিল্পী লায়েকা বশীরের কণ্ঠে তাঁর প্রিয় রবীন্দ্র সংগীতের পরিবেশনা। তবলায় সংগত করবেন ভুলু ধর রাজেশ। দ্বিতীয় দিনে থাকছে জাভেদ হুসেনের আলাপন। সমাপনী দিনে থাকছে জাভেদ হুসেন অনূদিত নাটক ‘মার্কস ইন সোহো’র নির্বাচিত অংশের পাঠাভিনয়। সমাপনী পর্বে থাকছে দুই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সারেঙ্গি বাদন। সারেঙ্গিশিল্পী মতিয়ার রহমান ও তাঁর দুই সন্তান মাহিমা মেহজাবিন এবং ইউসুফ আহমেদের সঙ্গে তবলায় থাকবেন শিল্পী জাকির হোসেন।

এ ছাড়া লেখক–পাঠক আড্ডার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে গ্রন্থিক প্রকাশনের ব্যবস্থাপনায় জাভেদ হুসেনের সব বইসহ গ্রন্থিকের বই নিয়ে বিশেষ বইমেলা। বই কেনাকাটায় থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত