Ajker Patrika

৪০ মিনিট পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪০ মিনিট পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর অবশেষে সরানো হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকা কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি। রানওয়ে বন্ধ থাকার কারণে শাহজালাল বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইনসের শিডিউল ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্র বলছে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছিল না। তবে রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার সময় অন্য এয়ারলাইনসগুলো বিপাকে পড়ে। সংশ্লিষ্টরা জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পরেই গালফ এয়ারের বাহরাইন থেকে ঢাকায় আসা ফ্লাইটটির অবতরণের কথা ছিল। তবে রানওয়েতে বন্ধ থাকায় এটি ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয়। ইউএস বাংলা এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইটটিও দেরিতে নেমেছে। এদিকে রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদীনা, কলকাতা, কুয়ালালামপুর, কুয়েতর ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের সিলেট, কাতার, এমিরেটস এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট ছাড়তেও বিলম্ব হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৪০ মিনিট বন্ধ থাকার পর রাত ৮টা ৫ মিনিটে ঢাকার রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়েছে। এর আগে সন্ধ্যা ৭টার কিছু পরে ঢাকার রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে থাকায় ওঠানামা বন্ধ ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না। এখন ফ্লাইট ওঠানামাতে কোনো সমস্যা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত