Ajker Patrika

চতুর্থ দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করলেন জবি শিক্ষকেরা

জবি সংবাদদাতা 
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮: ৪৯
চতুর্থ দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করলেন জবি শিক্ষকেরা

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির নেতৃত্বে এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করেন তাঁরা। 

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ শিক্ষকেরা বক্তব্য দেন। বক্তব্যে প্রত্যয় স্কিম প্রত্যাহার ছাড়াও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। 

এদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে একেবারে অচল হয়ে পড়েছে জবির শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘আজ চতুর্থ দিনের মতো আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। আমরা শিক্ষকেরা কখনো চাই না ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন করতে। আমাদের আন্দোলন দ্রুত মেনে নেওয়া হলে আমরা ক্লাসে ফিরে যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কথা বলছেন। আশা করি আন্দোলন বৃথা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত