Ajker Patrika

সাফল্যর গল্পে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪০
সাফল্যর গল্পে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন উদ্‌যাপন

‘সম্ভাবনার শক্তি’ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ শুক্রবার উৎসবমুখর আমেজে কেটেছে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। এই দিনের সব আয়োজনের কেন্দ্রে ছিল সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্পের উপস্থাপনা, মানবশক্তির প্রতি সম্মাননা জানানো এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান। 

হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে ‘আবেদ ভাই: জীবনদর্শন ও আশার জয়’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এই তথ্যচিত্রে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনদর্শন এবং ব্র্যাকের প্রতিষ্ঠাকাল থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ার গল্প উঠে এসেছে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সাফল্যের দেখা পাওয়া ৫০ জন মানুষের ছবি দেখতে দেখতে শেষ হয় এই অভিজ্ঞতা। ‘ইমারসিভ এক্সপেরিয়েন্স’ ব্যবহার করে তথ্যচিত্র দেখার সুযোগ বাংলাদেশে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। 

বিভিন্ন কর্মশালা, প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনটি। এই দিনের অন্যতম আকর্ষণ ছিল হস্ত ও কুটিরশিল্প কারিগরদের সফলতার গল্প নিয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের পরিবেশনা। ব্র্যাকের ক্ষুদ্রঋণ নিয়ে আজ যাঁরা সফল উদ্যোক্তা, তাঁদের দিনবদলের গল্প উঠে আসে এ সময়। 

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণমূলক নানা কর্মশালা; যেখানে শিশু, তরুণসহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলার জগৎ, আরবান গার্ডেনিং, রোবোবাইটস আর রিকশা পেইন্টিংয়ের কর্মশালাগুলোতে অংশ নেওয়ার জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করেছিলেন আগ্রহীরা। 

পুরো দিন জুড়ে উৎসব প্রাঙ্গণ ছিল শিশু, কিশোর, তরুণ, যুবাসহ নানা বয়সের মানুষের পদচারণায় মুখর। ব্র্যাকের বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের নানা আয়োজনে দর্শনার্থীরা অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত