ঢামেক প্রতিবেদক
আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে রোগী ও রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। তবে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, জরুরি বিভাগের ওপরে নিউরোসার্জারি ওয়ার্ডের বেলকুনিতে ময়লার স্তূপ ছিল। সেখানে একটি পরিত্যক্ত পানির ট্যাংক ছিল। আগুনে পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। ওয়ার্ডজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। জরুরি বিভাগে লোকজনের ভিড়ের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়।
নিউরোসার্জারি ওয়ার্ডের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেছে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ধোঁয়ায় ওয়ার্ডগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণের যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় বারান্দায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টার দিকে হাসপাতালে যাই। তবে আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের পানির ট্যাংকসহ অন্যান্য পরিত্যক্ত মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী আব্দুর রশিদের (৬০) স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমাদের বাসা বংশালে। এক মাস আগে হাসপাতালে ভর্তি হই। আজকে হাসপাতালের বাইরের দিক থেকে আগুনে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু আগুন লেগেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আগুনের ধোঁয়ায় ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।’
আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে রোগী ও রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। তবে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, জরুরি বিভাগের ওপরে নিউরোসার্জারি ওয়ার্ডের বেলকুনিতে ময়লার স্তূপ ছিল। সেখানে একটি পরিত্যক্ত পানির ট্যাংক ছিল। আগুনে পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। ওয়ার্ডজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। জরুরি বিভাগে লোকজনের ভিড়ের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়।
নিউরোসার্জারি ওয়ার্ডের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেছে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ধোঁয়ায় ওয়ার্ডগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণের যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় বারান্দায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টার দিকে হাসপাতালে যাই। তবে আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের পানির ট্যাংকসহ অন্যান্য পরিত্যক্ত মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী আব্দুর রশিদের (৬০) স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমাদের বাসা বংশালে। এক মাস আগে হাসপাতালে ভর্তি হই। আজকে হাসপাতালের বাইরের দিক থেকে আগুনে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু আগুন লেগেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আগুনের ধোঁয়ায় ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।’
মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
৭ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
১৭ মিনিট আগে৬ দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার ইনস্টিটিউটের প্রধান ফটকসহ ছয়টি দপ্তরে তালা দেন তাঁরা।
১৯ মিনিট আগে