নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইনের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামাণিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার এক দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়িতে নিয়ে এসেছে তাঁর পরিবার। এর আগে গত রোববার রাতে অপহরণকারীরা তাঁকে নওগাঁ শহর...
৯ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পরে থাকতে দেখা গেছে। আজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়।
১৩ মিনিট আগেবরিশালে ডেঙ্গুতে আক্রান্ত সুমতি (৬৫) নামের এক নারী মারা গেছেন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১০ জন।
১৭ মিনিট আগে