Ajker Patrika

আলটিমেটাম দিয়ে ৯ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেন ইউআইইউ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেন ইউআইইউ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।

সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।

তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত