Ajker Patrika

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, নতুন আক্রান্ত ১১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি: আজকের পত্রিকা
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত সুমতি (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১০ জন।

বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৬ হাজার ৬৫৭ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ৪ হাজার ১ জন। বিভাগজুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে বরগুনার ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃত সুমতি (৬৫) বরিশালের উজিরপুরের হারতা এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাতজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ভোলা সদর হাসপাতালে তিন, পিরোজপুরে পাঁচ, বরগুনায় ৭১ এবং ঝালকাঠিতে দুজন আক্রান্ত হয়েছে। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০১ জন।

পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, তারচেয়েও আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসাবাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত