Ajker Patrika

আমির হোসেন আমু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪: ৫৯
আমির হোসেন আমু। ফাইল ছবি
আমির হোসেন আমু। ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে তা জানানো হয়নি।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাঁকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

আমির হোসেন আমু ১৯৫৯ থেকে ৬৪ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হন। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

১৯৭২ সালে যুবলীগের প্রতিষ্ঠা কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৭৮ থেকে ৮৬ সাল পর্যন্ত সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হন।

১৯৮১ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটার যুগ্ম সম্পাদক হন। ১৯৯২ সালের সম্মেলনে তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। ২০০৭ সালের এক এগারোর পট পরিবর্তনে তিনি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। ২০০৯ সালে সম্মেলনে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হন। এরপর ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত