নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।
হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।
সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।
রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।
হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।
সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
৬ মিনিট আগেপ্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
১১ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
১৪ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে