টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৭ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২২ মিনিট আগে