ঢাবি প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে চিত্রপ্রদর্শনী ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘একাত্তরের মেধা নিধন: ইতিহাসের ক্ষত ও বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাবি ছাত্রদল।
আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এইসভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ আবুল কাউসার, পালি এন্ড বুদ্দিস্ট বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান প্রমুখ।
ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি মাথা উচু করে দাড়াবে, এ রকম প্রত্যাশা ছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানিদের সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র ও সাংবাদিক সমাজ। তাই, তাদের হত্যা করতে নীলনকশা করেছে পাকিস্তানি বাহিনী, যাতে বাংলাদেশ আর এগোতে না পারে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করেছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্রের কবর রচনা করেছে তাঁর মেয়ে শেখ হাসিনা, যা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’
আবুল কাউসার বলেন, ‘মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। একটা দেশের স্লোগান কী হবে নিজেরা ঠিক করেছে; যা গণতন্ত্র পরিপন্থী কাজ। দেশের স্লোগান কি হবে তা মানুষ ঠিক করবে; জাতির পিতা কে হবে সেটা মানুষ ঠিক করবে ৷ এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এ ধরনের আলোচনা আওয়ামী লীগের দাড় করানো সেই বয়ানগুলো ভেঙে দিবে।’
আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও তাঁর হল শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে চিত্রপ্রদর্শনী ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘একাত্তরের মেধা নিধন: ইতিহাসের ক্ষত ও বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাবি ছাত্রদল।
আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এইসভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ আবুল কাউসার, পালি এন্ড বুদ্দিস্ট বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান প্রমুখ।
ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি মাথা উচু করে দাড়াবে, এ রকম প্রত্যাশা ছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানিদের সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র ও সাংবাদিক সমাজ। তাই, তাদের হত্যা করতে নীলনকশা করেছে পাকিস্তানি বাহিনী, যাতে বাংলাদেশ আর এগোতে না পারে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করেছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্রের কবর রচনা করেছে তাঁর মেয়ে শেখ হাসিনা, যা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’
আবুল কাউসার বলেন, ‘মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। একটা দেশের স্লোগান কী হবে নিজেরা ঠিক করেছে; যা গণতন্ত্র পরিপন্থী কাজ। দেশের স্লোগান কি হবে তা মানুষ ঠিক করবে; জাতির পিতা কে হবে সেটা মানুষ ঠিক করবে ৷ এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এ ধরনের আলোচনা আওয়ামী লীগের দাড় করানো সেই বয়ানগুলো ভেঙে দিবে।’
আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও তাঁর হল শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৩ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৩৭ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে