Ajker Patrika

নির্বাচন প্যানেলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন প্যানেলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ঐক্যবদ্ধ ও দলীয়মুক্ত করতে প্যানেল ছাড়া নির্বাচনের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ‘নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলন’ নামে সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট সুরাইয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব ড. শিব্বির আহমেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দৃঢ় প্রত্যয় আমাদের অনন্য ইতিহাসেরই অংশ। বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থান ছিল উচ্চতার চরম শিখরে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। পরস্পরের প্রতি আস্থা হারিয়ে বন্ধু নয়, শত্রুতার গভীরে ডুবে গেছি আমরা। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। ব্যক্তিগত সম্মান এবং পেশাগত মর্যাদা ভূলুণ্ঠিত করে এক অদ্ভুত নেশার পেছনে ছুটছি। কিন্তু বেশির ভাগ আইনজীবী সে জন্য জন্য দায়ী নন, তারা শুধু পরিস্থিতির শিকার। 

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু বিচার ব্যবস্থা পুনর্গঠন এবং বিজ্ঞ আইনজীবীদের মর্যাদা সমুন্নত করার জন্য প্রয়োজন একটি ঐক্যবদ্ধ শক্তিশালী বার। যা গণমুখী আধুনিক বিচার ব্যবস্থার পূর্বশর্ত। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের প্রভাবে এই আইনজীবী সমিতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সদস্যদের মধ্যে পারস্পরিক মর্যাদা ও সম্মানবোধ শূন্যের কোঠায় পৌঁছেছে। এখন আমরা বিচার ব্যবস্থা বা বিচারাঙ্গনের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছি না। এমনকি জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। 

ঐক্যবদ্ধভাবে শক্তিশালী বার গঠন করতে দলীয় মনোনয়ন এবং প্যানেলমুক্ত নির্বাচন, স্বাধীন ও স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন এবং যারা শুধুমাত্র সুপ্রিম কোর্ট বারে নিয়মিত মামলা পরিচালনা করে তাদেরকে ভোটার বানানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত