Ajker Patrika

দেনা-পাওনা নিয়ে বিতর্কের জেরে হত্যা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২: ৫৪
দেনা-পাওনা নিয়ে বিতর্কের জেরে হত্যা, গ্রেপ্তার ৩ 

শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।

ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।

আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।

পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত