নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।
ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।
আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।
পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।
ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।
আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।
পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৪ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে