শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় হাজীপুর-বাঁচামারা নদীর ওপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে তৈরি হয়েছে ‘দাদাভাই’ সেতু। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সেতুটির উদ্বোধন করেন।
শিবচরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় থেকে জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। এই সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স হামিম ইন্টারন্যাশনাল অ্যান্ড হাবিবা কনস্ট্রাকশন।
সেতুটি দিয়ে শিবচর পৌর এলাকা থেকে সহজেই রেলস্টেশন ও এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ কম সময়ে দৌলতপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। দত্তপাড়ার দৌলতপুর রেলস্টেশনে যাত্রীদের যাওয়া-আসার কথা চিন্তা করে এই সেতুর কাজ শুরু করা হয়।
এ সময় চিফ হুইপ বলেন, ‘শিগগিরই রেল চালু হচ্ছে। শিবচর থেকে কম সময়ে ও কম খরচে ঢাকায় যাতায়াত করা যাবে। শিবচর থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এই এলাকার মানুষ। আমাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, এই রেলসংযোগ পায়রা বন্দর, মোংলা বন্দর এবং একসময় ভারতের সঙ্গেও যুক্ত হবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসা, শিক্ষার জন্যও যেতে পারবেন; এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করছেন।
এলজিইডির মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, হাজী শরীয়তুল্লাহ (রহ.) বংশধর বাহাদুরপুরের বর্তমান পীর পীরজাদা আবদুল্লাহ মোহাম্মদ হাসান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।
মাদারীপুরের শিবচর উপজেলায় হাজীপুর-বাঁচামারা নদীর ওপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে তৈরি হয়েছে ‘দাদাভাই’ সেতু। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সেতুটির উদ্বোধন করেন।
শিবচরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় থেকে জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। এই সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স হামিম ইন্টারন্যাশনাল অ্যান্ড হাবিবা কনস্ট্রাকশন।
সেতুটি দিয়ে শিবচর পৌর এলাকা থেকে সহজেই রেলস্টেশন ও এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ কম সময়ে দৌলতপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। দত্তপাড়ার দৌলতপুর রেলস্টেশনে যাত্রীদের যাওয়া-আসার কথা চিন্তা করে এই সেতুর কাজ শুরু করা হয়।
এ সময় চিফ হুইপ বলেন, ‘শিগগিরই রেল চালু হচ্ছে। শিবচর থেকে কম সময়ে ও কম খরচে ঢাকায় যাতায়াত করা যাবে। শিবচর থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এই এলাকার মানুষ। আমাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, এই রেলসংযোগ পায়রা বন্দর, মোংলা বন্দর এবং একসময় ভারতের সঙ্গেও যুক্ত হবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসা, শিক্ষার জন্যও যেতে পারবেন; এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করছেন।
এলজিইডির মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, হাজী শরীয়তুল্লাহ (রহ.) বংশধর বাহাদুরপুরের বর্তমান পীর পীরজাদা আবদুল্লাহ মোহাম্মদ হাসান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
৭ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে