Ajker Patrika

হাতিরঝিলের আদলে তৈরি শিবচরে ‘দাদাভাই’ সেতুর উদ্বোধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ৫২
Thumbnail image

মাদারীপুরের শিবচর উপজেলায় হাজীপুর-বাঁচামারা নদীর ওপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে তৈরি হয়েছে ‘দাদাভাই’ সেতু। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সেতুটির উদ্বোধন করেন। 

শিবচরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় থেকে জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। এই সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স হামিম ইন্টারন্যাশনাল অ্যান্ড হাবিবা কনস্ট্রাকশন। 

সেতুটি দিয়ে শিবচর পৌর এলাকা থেকে সহজেই রেলস্টেশন ও এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা যাবে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ কম সময়ে দৌলতপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। দত্তপাড়ার দৌলতপুর রেলস্টেশনে যাত্রীদের যাওয়া-আসার কথা চিন্তা করে এই সেতুর কাজ শুরু করা হয়। 

এ সময় চিফ হুইপ বলেন, ‘শিগগিরই রেল চালু হচ্ছে। শিবচর থেকে কম সময়ে ও কম খরচে ঢাকায় যাতায়াত করা যাবে। শিবচর থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এই এলাকার মানুষ। আমাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে।’ 

তিনি আরও বলেন, এই রেলসংযোগ পায়রা বন্দর, মোংলা বন্দর এবং একসময় ভারতের সঙ্গেও যুক্ত হবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসা, শিক্ষার জন্যও যেতে পারবেন; এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করছেন। 

এলজিইডির মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, হাজী শরীয়তুল্লাহ (রহ.) বংশধর বাহাদুরপুরের বর্তমান পীর পীরজাদা আবদুল্লাহ মোহাম্মদ হাসান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত