Ajker Patrika

২ যুগ পর আ.লীগ ছাড়ার কারণ জানালেন কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮: ৪৩
২ যুগ পর আ.লীগ ছাড়ার কারণ জানালেন কাদের সিদ্দিকী

১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী বীর উত্তম। কিন্তু দলের সঙ্গে বনিবনা না হওয়ায় ১৯৯৯ সালে তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরে নিজেই গঠন করেন নতুন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। এরপর পেরিয়ে গেছে ২৪ বছর। 

দুই যুগ পর আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সখীপুরের হামিদপুর বাজারে এক পথসভায় স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগ ছেড়ে আসার সে দিনের কারণ জানালেন। 

কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘মূলত দুই-তিনটা কারণে আমি আওয়ামী লীগ ছেড়েছিলাম। এর মধ্যে একটা হলো, এ এলাকার আটিয়া বন অধ্যাদেশ, আরেকটি হচ্ছে সার, পাটের দাম, আরও একটি হচ্ছে চাকরি। এই সরকার এর একটাও রক্ষা করে নাই।’ 

তিনি বলেন, ‘জানি না কেন রক্ষা করে নাই। বঙ্গবন্ধুকন্যার সরকার, তাঁর তো মানুষের কথা শোনা দরকার। বঙ্গবন্ধু মানুষের কথা শুনতেন, তাঁর কন্যার কি শোনা উচিত নয়।’ 

আল্লাহর ওপর ভরসা রেখে কাদের সিদ্দিকী বলেন, ‘বন আইন আপনারা যেভাবে চান সেভাবেই হবে। মানুষের চাইতে বড় অন্য কিছু নাই। দেশ হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য মানুষ নয়।’ 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘এই আটিয়া বন অধ্যাদেশ আমি মানি না। এখানে অনেকের শত বছরের কবর রয়েছে, ওইটাও নাকি বন বিভাগের। 

বঙ্গবীর আরও বলেন, ‘ওই সময় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলাম, এখনো তো আঁটিয়া বন অধ্যাদেশ বাতিল হলো না, পরে মানুষ তো আমাকে আর ভোট দেবে না। তিনি বলেছিলেন, ভোট দেবে, আমরা নতুন কথা বলব, আমরা অন্য কথা বলব। আমি তাঁকে বলেছিলাম, আপনি এসব বলতে পারেন; আমি বলতে পারব না।’ 

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত