Ajker Patrika

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৫০
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

আগামী ৬ জানুয়ারি ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করবেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এদিন বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই সমাবেশে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু। এতে অন্যান্য সমন্বয়করাও থাকবেন বলে জানান।

আবরার নাদিম ইতু বলেন, ‘সারা দেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সমাবেশ করবেন। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে এবং আগামী ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও করেছেন। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটোরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তাঁরা। এতে সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তাঁরা ওই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত