Ajker Patrika

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫: ২৮
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা ও অজ্ঞাতপরিচয় এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিংয়ে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সভাপতি। নিহত কিশোরের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে নরসিংদী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে ফাঁকে পড়ে যায় ওই কিশোর। ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

অন্যদিকে সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত