ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।
ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৫ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৩ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪৪ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে