রিফাত মেহেদী, সাভার (ঢাকা)
কোরবানিকে ঘিরে সাভার চামড়া শিল্পনগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চামড়া সংরক্ষণে কেমিক্যাল, লবণসহ কারখানাগুলোতে প্রস্তুত রয়েছে অতিরিক্ত শ্রমিক। বিসিকের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
গত বছর ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি পিস থাকলেও এবারে লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ পিস। ভালো দাম পেতে নিয়ম মেনে চামড়া সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিসিক চামড়া শিল্পনগরীতে ঘুরে দেখা যায়, কোরবানির ঈদকে ঘিরে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে কারখানাগুলো। শিল্পনগরীতে বর্তমানে ১৪২টি ট্যানারিতে উৎপাদন চলমান রয়েছে। চামড়া প্রক্রিয়াজাত করার জন্য যেসব মেশিনারিজ রয়েছে সেগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছেন শ্রমিকেরা। ট্রাকে ট্রাকে লবণের বস্তা ও বিভিন্ন কেমিক্যাল ঢুকছে কারখানায়।
শ্রমিকেরা সেসব মালামাল নামিয়ে সাজিয়ে রাখতেই ব্যস্ত। ঈদের এক দিন বাকি থাকায় বেশির ভাগ কারখানাতে ইতিমধ্যে প্রয়োজনীয় কেমিক্যাল ও লবণ মজুত করতে দেখা গেছে। এ ছাড়া বিসিক এলাকার জমে থাকা বিভিন্ন আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পানি নিষ্কাশনের নালা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চামড়া সংগ্রহের জন্য কোরবানিই মূল মৌসুম। এ সময় চামড়া সংগ্রহের তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ। তাই চামড়া শিল্পনগরীকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে বিসিক, ট্যানারির মালিকসহ সংশ্লিষ্টরা।
সালমা ট্যানারির শ্রমিক আব্দুল হালিম বলেন, ‘সামনেই আমাদের মূল মৌসুম। কাঁচা চামড়া প্রস্তুতের জন্য ড্রাম, ফ্লেশিং মেশিনসহ সব প্রস্তুত করা হচ্ছে। কিছু মেশিনে ছোট খাট সমস্যা থাকলে সেগুলো ঈদের আগে ঠিক হয়ে যাবে।’
সিইটিপি প্ল্যান্টের শ্রমিকেরা জানান, ঈদের সময় কাজ বেশি হবে, প্রচুর বর্জ্য হবে। ঈদের বাড়তি চাপের জন্য বালু, ঝিল্লিসহ ময়লা পরিষ্কার করে ইকুয়ালাইজেশন ট্যাংক প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু, ছাগল ও মহিষ মিলে আমরা এ বছর এক কোটি থেকে ১ কোটি ১০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এ বছর লবণের দামও অনেকটা আয়ত্তে রয়েছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে–গরম। যেহেতু এ বছর গরম বেশি তাই যারা সারা দেশ থেকে চামড়া সংগ্রহ করবেন, তারা যথাযথ নিয়ম মেনে চামড়া সংরক্ষণ করবেন, তাহলে চামড়ার ন্যায্যমূল্য পাবেন। এ ছাড়া সিইটিপির অবস্থা পূর্বের যেকোনো সময়ের চাইতে ভালো।’
বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে পত্র দিয়েছি, তাদের সঙ্গে আলাদা সভা করেছি। ঢাকার চামড়াগুলো যেন ঈদের দিন নিরবচ্ছিন্নভাবে আসতে পারে, সে জন্য ঢাকার ট্রাফিক ও জেলা প্রশাসনের সঙ্গে সভা করেছি। জেলা পর্যায়ের চামড়া যেন ঈদের সাত দিনের মধ্যে ঢাকায় না আসতে পারে সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ব্যবস্থা নিতে পত্র দেওয়া হয়েছে।’
কোরবানিকে ঘিরে সাভার চামড়া শিল্পনগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চামড়া সংরক্ষণে কেমিক্যাল, লবণসহ কারখানাগুলোতে প্রস্তুত রয়েছে অতিরিক্ত শ্রমিক। বিসিকের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
গত বছর ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি পিস থাকলেও এবারে লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ পিস। ভালো দাম পেতে নিয়ম মেনে চামড়া সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিসিক চামড়া শিল্পনগরীতে ঘুরে দেখা যায়, কোরবানির ঈদকে ঘিরে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে কারখানাগুলো। শিল্পনগরীতে বর্তমানে ১৪২টি ট্যানারিতে উৎপাদন চলমান রয়েছে। চামড়া প্রক্রিয়াজাত করার জন্য যেসব মেশিনারিজ রয়েছে সেগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছেন শ্রমিকেরা। ট্রাকে ট্রাকে লবণের বস্তা ও বিভিন্ন কেমিক্যাল ঢুকছে কারখানায়।
শ্রমিকেরা সেসব মালামাল নামিয়ে সাজিয়ে রাখতেই ব্যস্ত। ঈদের এক দিন বাকি থাকায় বেশির ভাগ কারখানাতে ইতিমধ্যে প্রয়োজনীয় কেমিক্যাল ও লবণ মজুত করতে দেখা গেছে। এ ছাড়া বিসিক এলাকার জমে থাকা বিভিন্ন আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পানি নিষ্কাশনের নালা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চামড়া সংগ্রহের জন্য কোরবানিই মূল মৌসুম। এ সময় চামড়া সংগ্রহের তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ। তাই চামড়া শিল্পনগরীকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে বিসিক, ট্যানারির মালিকসহ সংশ্লিষ্টরা।
সালমা ট্যানারির শ্রমিক আব্দুল হালিম বলেন, ‘সামনেই আমাদের মূল মৌসুম। কাঁচা চামড়া প্রস্তুতের জন্য ড্রাম, ফ্লেশিং মেশিনসহ সব প্রস্তুত করা হচ্ছে। কিছু মেশিনে ছোট খাট সমস্যা থাকলে সেগুলো ঈদের আগে ঠিক হয়ে যাবে।’
সিইটিপি প্ল্যান্টের শ্রমিকেরা জানান, ঈদের সময় কাজ বেশি হবে, প্রচুর বর্জ্য হবে। ঈদের বাড়তি চাপের জন্য বালু, ঝিল্লিসহ ময়লা পরিষ্কার করে ইকুয়ালাইজেশন ট্যাংক প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু, ছাগল ও মহিষ মিলে আমরা এ বছর এক কোটি থেকে ১ কোটি ১০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এ বছর লবণের দামও অনেকটা আয়ত্তে রয়েছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে–গরম। যেহেতু এ বছর গরম বেশি তাই যারা সারা দেশ থেকে চামড়া সংগ্রহ করবেন, তারা যথাযথ নিয়ম মেনে চামড়া সংরক্ষণ করবেন, তাহলে চামড়ার ন্যায্যমূল্য পাবেন। এ ছাড়া সিইটিপির অবস্থা পূর্বের যেকোনো সময়ের চাইতে ভালো।’
বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে পত্র দিয়েছি, তাদের সঙ্গে আলাদা সভা করেছি। ঢাকার চামড়াগুলো যেন ঈদের দিন নিরবচ্ছিন্নভাবে আসতে পারে, সে জন্য ঢাকার ট্রাফিক ও জেলা প্রশাসনের সঙ্গে সভা করেছি। জেলা পর্যায়ের চামড়া যেন ঈদের সাত দিনের মধ্যে ঢাকায় না আসতে পারে সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ব্যবস্থা নিতে পত্র দেওয়া হয়েছে।’
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে