Ajker Patrika

মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫: ৫০
মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত ব্যক্তির নাম সাগর হোসেন (৪০)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দী ছিলেন তিনি। 

জেলা কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই হাজতির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ইলিশ, কাবাব, রসমালাই—বাংলাদেশ-পাকিস্তানের নৈশভোজে আরও যা ছিল

বাসায় এনে অনৈতিক সম্পর্ক, টাকা না দেওয়ায় মিল কর্মকর্তাকে হত্যা

মিথ্যা ঘোষণায় বিদেশি মদ-সিগারেট আমদানি: তদন্তে দোষী, আদালতে জামিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত