নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১ ঘণ্টা আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে