Ajker Patrika

বিনা টিকিটে রেল ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮: ২০
বিনা টিকিটে রেল ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা

বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ২৪০ যাত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। 

দিনব্যাপী এই অভিযানে ২৪০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ টিকিটের টাকা আদায় করা হয়। এতে জরিমানা ও টিকিটের মূল্যসহ ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা আদায় করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম বলেন, ‘স্টেশনে অভিযানের খবর পেয়ে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটার হিড়িক পড়ে যায়। এতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের টিকিট স্বাভাবিক দিনের চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হয়। অভিযানের কারণে ধলেশ্বরী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ৩০০টি। ’

রেজাউল করিম আরও বলেন, ‘স্টেশনের সীমানাপ্রাচীর না থাকায় বিনা টিকিটের যাত্রী, হকার, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের লোকজন ট্রেনে উঠে পরিবেশ নোংরা করে। প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত