Ajker Patrika

সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুর পরিচয় মিলছে না 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯: ৪৯
সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুর পরিচয় মিলছে না 

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর (১৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। মাথায় গুলিবিদ্ধ ওই শিশুকে ৫ আগস্ট অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,‘৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক শিশুটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার মাথার পেছন দিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নাম রাকিব বলে জানিয়েছিলেন তাঁরা।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে শিশুটি থানার পাশে রাস্তার ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিল বলে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেননি তাঁরা। 

ইউসুফ আলী আরও বলেন, আজ রোববার বিকেল পর্যন্ত শিশুটির খোঁজে কেউ আসেননি। হাসপাতালের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘শিশুটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তার মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে পারে।’

আরিফ হাসান আরও বলেন, ‘শিশুটিকে যেদিন ভর্তি করা হয়, সেদিন পুরোপুরি সে অবচেতন ছিল। দুই দিন পর থেকে তার জ্ঞান ফিরতে শুরু করলে সে অস্পষ্টভাবে কথা বলতে থাকে। এখন সে আংশিক অবচেতন অবস্থায় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত