Ajker Patrika

১২ লাখ রিকশা-ভ্যান, লাইসেন্স আছে ৮৭ হাজার

নিজস্ব প্রতিবেদক
১২ লাখ রিকশা-ভ্যান, লাইসেন্স আছে ৮৭ হাজার

ঢাকা: ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে। লাইসেন্সের জন্য বিভিন্ন সময় দাবি জানানো হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সম্প্রতি নতুন লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় ৩ লাখ আবেদন জমা পড়ে। কিন্তু টাকা জমা দেওয়ার কয়েক মাস পার হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সিটি করপোরেশন সময়ক্ষেপণ ও হয়রানি করছে। ফলে প্রায় লাখ লাখ রিকশা চালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা এমন তথ্য তুলে ধরেন।

রিকশা-ভ্যান শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন বলেন, সারা দেশে গ্রাম থেকে নগর-মহানগরে প্রায় ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক জনগণকে সেবা প্রদান করে আসছে। কিন্তু ব্যাটারি রিকশা ও ইজিবাইকের চলাচলে অনুমতি নেই বলে তা চলতে বিভিন্ন জায়গায় বাঁধে দেওয়া হচ্ছে, রিকশা কিংবা ব্যাটারি আটক করা হচ্ছে। ব্যাটারি বিক্রি বৈধ, ইজিবাইক বিক্রি বৈধ কিন্তু তা রাস্তায় চললে অবৈধ তা মেনে নেওয়া যায় না। সিলেট মহানগরসহ বিভিন্ন জেলাতে রিকশা আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক রিকশা মুক্ত করার দাবিতে আন্দোলন করায় সিলেট সিটি করপোরেশন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সিলেট জেলা সংগ্রাম পরিষদ ও বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, জোবায়ের চৌধুরী সুমনসহ ৩০০ জনকে হয়রানি করা হচ্ছে।'

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া বলেন, ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে গত প্রায় ৩০ বছর। নতুন লাইসেন্স দেওয়ার দাবিতে বিভিন্ন সময় দাবি জানানা হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আন্দোলনের মুখে গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে। লাইসেন্স প্রতি ১১০০ টাকা ও আবেদন ফরম প্রতি ১০০ টাকা হিসেবে মোট ১২০০ টাকা একটি রিকশার জন্য নেওয়া হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আমাদের জানামতে এরই মধ্যে প্রায় ৩ লাখ আবেদন জমা পড়েছে। কয়েক মাস হয়ে গেলেও সিটি করপোরেশন লাইসেন্স না দিয়ে হয়রানি করছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট ফারুখ হাসেন, সংগ্রাম পরিষদ নেতা নবী হাসেন, তানভীর নাঈম, জিল্লুর রহমান মাস্টার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত