নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে। লাইসেন্সের জন্য বিভিন্ন সময় দাবি জানানো হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সম্প্রতি নতুন লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় ৩ লাখ আবেদন জমা পড়ে। কিন্তু টাকা জমা দেওয়ার কয়েক মাস পার হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সিটি করপোরেশন সময়ক্ষেপণ ও হয়রানি করছে। ফলে প্রায় লাখ লাখ রিকশা চালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা এমন তথ্য তুলে ধরেন।
রিকশা-ভ্যান শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন বলেন, সারা দেশে গ্রাম থেকে নগর-মহানগরে প্রায় ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক জনগণকে সেবা প্রদান করে আসছে। কিন্তু ব্যাটারি রিকশা ও ইজিবাইকের চলাচলে অনুমতি নেই বলে তা চলতে বিভিন্ন জায়গায় বাঁধে দেওয়া হচ্ছে, রিকশা কিংবা ব্যাটারি আটক করা হচ্ছে। ব্যাটারি বিক্রি বৈধ, ইজিবাইক বিক্রি বৈধ কিন্তু তা রাস্তায় চললে অবৈধ তা মেনে নেওয়া যায় না। সিলেট মহানগরসহ বিভিন্ন জেলাতে রিকশা আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক রিকশা মুক্ত করার দাবিতে আন্দোলন করায় সিলেট সিটি করপোরেশন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সিলেট জেলা সংগ্রাম পরিষদ ও বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, জোবায়ের চৌধুরী সুমনসহ ৩০০ জনকে হয়রানি করা হচ্ছে।'
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া বলেন, ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে গত প্রায় ৩০ বছর। নতুন লাইসেন্স দেওয়ার দাবিতে বিভিন্ন সময় দাবি জানানা হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আন্দোলনের মুখে গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে। লাইসেন্স প্রতি ১১০০ টাকা ও আবেদন ফরম প্রতি ১০০ টাকা হিসেবে মোট ১২০০ টাকা একটি রিকশার জন্য নেওয়া হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আমাদের জানামতে এরই মধ্যে প্রায় ৩ লাখ আবেদন জমা পড়েছে। কয়েক মাস হয়ে গেলেও সিটি করপোরেশন লাইসেন্স না দিয়ে হয়রানি করছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট ফারুখ হাসেন, সংগ্রাম পরিষদ নেতা নবী হাসেন, তানভীর নাঈম, জিল্লুর রহমান মাস্টার প্রমুখ।
ঢাকা: ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে। লাইসেন্সের জন্য বিভিন্ন সময় দাবি জানানো হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সম্প্রতি নতুন লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় ৩ লাখ আবেদন জমা পড়ে। কিন্তু টাকা জমা দেওয়ার কয়েক মাস পার হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সিটি করপোরেশন সময়ক্ষেপণ ও হয়রানি করছে। ফলে প্রায় লাখ লাখ রিকশা চালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা এমন তথ্য তুলে ধরেন।
রিকশা-ভ্যান শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন বলেন, সারা দেশে গ্রাম থেকে নগর-মহানগরে প্রায় ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক জনগণকে সেবা প্রদান করে আসছে। কিন্তু ব্যাটারি রিকশা ও ইজিবাইকের চলাচলে অনুমতি নেই বলে তা চলতে বিভিন্ন জায়গায় বাঁধে দেওয়া হচ্ছে, রিকশা কিংবা ব্যাটারি আটক করা হচ্ছে। ব্যাটারি বিক্রি বৈধ, ইজিবাইক বিক্রি বৈধ কিন্তু তা রাস্তায় চললে অবৈধ তা মেনে নেওয়া যায় না। সিলেট মহানগরসহ বিভিন্ন জেলাতে রিকশা আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক রিকশা মুক্ত করার দাবিতে আন্দোলন করায় সিলেট সিটি করপোরেশন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সিলেট জেলা সংগ্রাম পরিষদ ও বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, জোবায়ের চৌধুরী সুমনসহ ৩০০ জনকে হয়রানি করা হচ্ছে।'
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া বলেন, ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজার। নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে গত প্রায় ৩০ বছর। নতুন লাইসেন্স দেওয়ার দাবিতে বিভিন্ন সময় দাবি জানানা হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আন্দোলনের মুখে গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে। লাইসেন্স প্রতি ১১০০ টাকা ও আবেদন ফরম প্রতি ১০০ টাকা হিসেবে মোট ১২০০ টাকা একটি রিকশার জন্য নেওয়া হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আমাদের জানামতে এরই মধ্যে প্রায় ৩ লাখ আবেদন জমা পড়েছে। কয়েক মাস হয়ে গেলেও সিটি করপোরেশন লাইসেন্স না দিয়ে হয়রানি করছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট ফারুখ হাসেন, সংগ্রাম পরিষদ নেতা নবী হাসেন, তানভীর নাঈম, জিল্লুর রহমান মাস্টার প্রমুখ।
বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
৭ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২২ মিনিট আগেজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে