নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৬ হাজার নারী অভিবাসী হয়েছেন বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮৫ হাজার ৭৯৪ জন নারী অভিবাসন করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ৮৬ হাজার ২৫০ জন নারী অভিবাসন করেছেন।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অভিবাসী নারী শ্রমিকের অধিকারবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছেন অভিবাসী কর্মী কল্যাণ ফাউন্ডেশনের (ওকাফ) চেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি। তিনি বলেন, নারী শ্রমিকদের অভিবাসন নিরাপদ ও সহজ করে তুলতে সরকারের সব সংস্থা, আইএনজিও, এনজিও এবং সিবিওদের আরও সচেতন ও তৎপর হতে হবে।
লিখিত বক্তব্যে সৈয়দ মাহবুব এলাহি চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিদেশফেরত নারী অভিবাসীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ, নারী অভিবাসন বিষয়ে সংবাদমাধ্যমের প্রচার, নারী অভিবাসী সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, বিদেশফেরত নারী অভিবাসীর অবস্থা, কোভিড ১৯-এর প্রভাব, কোভিড-১৯-এর প্রভাবের ফলে নেওয়া উদ্যোগ, নারী অভিবাসীর জন্য ন্যায়বিচারের আহ্বান, গন্তব্য দেশে নারী অভিবাসীদের হয়রানি ও নির্যাতন, ইতিবাচক মিডিয়া রিপোর্টিং ইত্যাদি তুলে ধরেন।
সৈয়দ মাহবুব এলাহি বলেন, ‘একজন মানুষ কখনো অবৈধ হতে পারে না। তার যাওয়াটা হয়তো আনডকুমেন্ট হতে পারে, কাজের মেয়াদ শেষ হতে পারে। সুতরাং তাদের নিয়ে লেখার ক্ষেত্রে তারা অবৈধ এভাবে লেখা ঠিক নয়।’ মানুষকে ছোট করে এমন কোনো ভাষা বা শব্দ না লেখার আহ্বান জানান সৈয়দ মাহবুব এলাহি।
সংবাদ সম্মেলনে নারী অভিবাসীদের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন আইনজীবী ফরিদা ইয়াসমিন। এ ছাড়া সিডব্লিউসিএসের সভাপতি ইসরাত শামীম বলেন, ‘অভিবাসী নারীরা এসে বলেন, আমরা জানি না সঠিক তথ্য কোথায় আছে। ওরা যদি সঠিক উপায়টা জানত, তাহলে ওরা দালালের মাধ্যমে গিয়ে বিপদে পড়ত না। তারা বিপদে পড়ার আগেই তাকে তথ্য দিতে হবে। বেশির ভাগই বলে রিক্রুটিং এজেন্সি কি, তারা এটা জানে না। এটা তাদের জানাতে হবে। যারা ক্ষতিগ্রস্ত শুধু তাদেরই নয়, যারা সফল তাদের গল্পও গণমাধ্যমে তুলে ধরা উচিত বলে উল্লেখ করেন তিনি।
সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৬ হাজার নারী অভিবাসী হয়েছেন বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮৫ হাজার ৭৯৪ জন নারী অভিবাসন করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ৮৬ হাজার ২৫০ জন নারী অভিবাসন করেছেন।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অভিবাসী নারী শ্রমিকের অধিকারবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছেন অভিবাসী কর্মী কল্যাণ ফাউন্ডেশনের (ওকাফ) চেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি। তিনি বলেন, নারী শ্রমিকদের অভিবাসন নিরাপদ ও সহজ করে তুলতে সরকারের সব সংস্থা, আইএনজিও, এনজিও এবং সিবিওদের আরও সচেতন ও তৎপর হতে হবে।
লিখিত বক্তব্যে সৈয়দ মাহবুব এলাহি চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিদেশফেরত নারী অভিবাসীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ, নারী অভিবাসন বিষয়ে সংবাদমাধ্যমের প্রচার, নারী অভিবাসী সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, বিদেশফেরত নারী অভিবাসীর অবস্থা, কোভিড ১৯-এর প্রভাব, কোভিড-১৯-এর প্রভাবের ফলে নেওয়া উদ্যোগ, নারী অভিবাসীর জন্য ন্যায়বিচারের আহ্বান, গন্তব্য দেশে নারী অভিবাসীদের হয়রানি ও নির্যাতন, ইতিবাচক মিডিয়া রিপোর্টিং ইত্যাদি তুলে ধরেন।
সৈয়দ মাহবুব এলাহি বলেন, ‘একজন মানুষ কখনো অবৈধ হতে পারে না। তার যাওয়াটা হয়তো আনডকুমেন্ট হতে পারে, কাজের মেয়াদ শেষ হতে পারে। সুতরাং তাদের নিয়ে লেখার ক্ষেত্রে তারা অবৈধ এভাবে লেখা ঠিক নয়।’ মানুষকে ছোট করে এমন কোনো ভাষা বা শব্দ না লেখার আহ্বান জানান সৈয়দ মাহবুব এলাহি।
সংবাদ সম্মেলনে নারী অভিবাসীদের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন আইনজীবী ফরিদা ইয়াসমিন। এ ছাড়া সিডব্লিউসিএসের সভাপতি ইসরাত শামীম বলেন, ‘অভিবাসী নারীরা এসে বলেন, আমরা জানি না সঠিক তথ্য কোথায় আছে। ওরা যদি সঠিক উপায়টা জানত, তাহলে ওরা দালালের মাধ্যমে গিয়ে বিপদে পড়ত না। তারা বিপদে পড়ার আগেই তাকে তথ্য দিতে হবে। বেশির ভাগই বলে রিক্রুটিং এজেন্সি কি, তারা এটা জানে না। এটা তাদের জানাতে হবে। যারা ক্ষতিগ্রস্ত শুধু তাদেরই নয়, যারা সফল তাদের গল্পও গণমাধ্যমে তুলে ধরা উচিত বলে উল্লেখ করেন তিনি।
সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৫ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
২১ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৬ মিনিট আগে