রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিরব শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে একটি বালুর বস্তা শিকল দিয়ে বাঁধা ছিল।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিরব ওই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের দিনমজুর জিয়ারুল শেখের ছেলে।
নিহতের বাবা জিয়ারুল শেখ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নিরব। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকেন তারা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সন্ধান চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়।
এর কিছু সময় পর অপরিচিত নম্বর থেকে নিরবের বাবার কাছে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করবে বলা হয় ফোনে। টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ।
পরে গতকাল শনিবার কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের সঙ্গে নদী থেকে মরদেহ উদ্ধারে সহায়তাকারী রুবেল বলেন, ‘নিরবের কোমরে শিকল দিয়ে একটি বালুর বস্তা বাঁধা ছিল।’
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গতকাল শনিবার ছেলেটির বাবা একটি সাধারণ ডায়েরি করেছিল। পুলিশ এ বিষয়ে কাজও করেছিল। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিরব শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে একটি বালুর বস্তা শিকল দিয়ে বাঁধা ছিল।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিরব ওই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের দিনমজুর জিয়ারুল শেখের ছেলে।
নিহতের বাবা জিয়ারুল শেখ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নিরব। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকেন তারা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সন্ধান চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়।
এর কিছু সময় পর অপরিচিত নম্বর থেকে নিরবের বাবার কাছে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করবে বলা হয় ফোনে। টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ।
পরে গতকাল শনিবার কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের সঙ্গে নদী থেকে মরদেহ উদ্ধারে সহায়তাকারী রুবেল বলেন, ‘নিরবের কোমরে শিকল দিয়ে একটি বালুর বস্তা বাঁধা ছিল।’
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গতকাল শনিবার ছেলেটির বাবা একটি সাধারণ ডায়েরি করেছিল। পুলিশ এ বিষয়ে কাজও করেছিল। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যশোরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। তালিকায় ভুয়া আহত ব্যক্তিদের নাম থাকা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপত্তি তোলেন। এ নিয়ে হট্টগোল বাধে। আজ বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসক
৪ মিনিট আগেনারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফলার উদ্যোগে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন নেত্রকোনা মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদ্রাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার...
৬ মিনিট আগেজকিগঞ্জ সীমান্ত থেকে পুরুষ, নারী, শিশুসহ ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
৮ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী হাটে চাঁদা আদায়-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাট ইজারাদার এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ মিনিট আগে