নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ভাড়া ৫০ টাকা নির্ধারণের পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
মাহমুদুল হক বলেন, ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পর আমরা একটি কমিটি করেছিলাম। সেই কমিটি যাচাই করে দেখেছে যে ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসা যাওয়া মিলিয়ে একটি বাস ৩৯.৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিতে হয় বাসগুলোকে। ডিজেলের বর্তমান দাম, টোল, যাত্রীসেবা এবং দাবির বিষয়গুলো মাথায় রেখে আমরা ৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। বাস মালিকেরা ৫২ টাকা করার দাবি জানালেও আমাদের অনুরোধে ৫০ টাকা ভাড়া নেওয়ায় সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগে নারায়ণগঞ্জে অনেক অবৈধ বাস চলাচল করত। এগুলো রোধ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহনমালিকদের চাঁদা দিতে হতো। এসব চাঁদা রোধ করা হবে। আমাদের অভিযোগ দিলে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে চাঁদাবাজি প্রতিহত করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা নন-এসি বাসের ভাড়া ৫০, এসি বাসের ভাড়া ৭০ এবং প্রতিটি নন-এসি বাসে ৫ জন ছাত্রের হাফ ভাড়া নিতে বলেছি। এ ছাড়া সিএনজি চালিত অন্য বাসগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।’
জেলা প্রশাসকের ঘোষণার পর রাত ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়ায় জনস্বার্থ বিবেচনায় হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল না পেলে প্রয়োজনে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার ফোরাম। সেখানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি দাবি মানা না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দেয়। তবে শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ভাড়া ৫০ টাকা নির্ধারণের পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
মাহমুদুল হক বলেন, ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পর আমরা একটি কমিটি করেছিলাম। সেই কমিটি যাচাই করে দেখেছে যে ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসা যাওয়া মিলিয়ে একটি বাস ৩৯.৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিতে হয় বাসগুলোকে। ডিজেলের বর্তমান দাম, টোল, যাত্রীসেবা এবং দাবির বিষয়গুলো মাথায় রেখে আমরা ৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। বাস মালিকেরা ৫২ টাকা করার দাবি জানালেও আমাদের অনুরোধে ৫০ টাকা ভাড়া নেওয়ায় সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগে নারায়ণগঞ্জে অনেক অবৈধ বাস চলাচল করত। এগুলো রোধ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহনমালিকদের চাঁদা দিতে হতো। এসব চাঁদা রোধ করা হবে। আমাদের অভিযোগ দিলে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে চাঁদাবাজি প্রতিহত করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা নন-এসি বাসের ভাড়া ৫০, এসি বাসের ভাড়া ৭০ এবং প্রতিটি নন-এসি বাসে ৫ জন ছাত্রের হাফ ভাড়া নিতে বলেছি। এ ছাড়া সিএনজি চালিত অন্য বাসগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।’
জেলা প্রশাসকের ঘোষণার পর রাত ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়ায় জনস্বার্থ বিবেচনায় হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল না পেলে প্রয়োজনে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার ফোরাম। সেখানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি দাবি মানা না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দেয়। তবে শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন তাঁরা। সচিবালয়ের পথে পুলিশি বাধার মুখে পড়ে
৪ মিনিট আগেনড়াইলে লোহাগড়ায় সৈয়দ টোকন আলী (৬০) নামের এক বৃদ্ধকে তাঁর চাচাতো ভাই-ভাতিজা খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলে ও এক নারী আহত হন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান
৫ মিনিট আগেদৃষ্টি নেই, কিন্তু আছে দৃষ্টিভঙ্গি। আর আছে অদম্য ইচ্ছাশক্তি। শত বাধা পেরিয়ে জীবনের লড়াইয়ে জিততে চান গাইবান্ধার দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ শরিফুল ইসলাম। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম ও খাতা তৈরি করে তিনি কুড়িয়েছেন প্রশংসা।
১০ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। শুনানিতে আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো এবং বিচারের নামে অবিচার করে জামায়াতের নেতাদের ফাঁসি
২০ মিনিট আগে