নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুরঞ্জিত সেনগুপ্ত হাস্যরসের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিয়েছেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি এত দ্রুত চলে যাবেন, এমনটা কেউ আশা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। তাঁর বক্তব্যে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটকালীন বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এসেছে। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি রাজনৈতিক ছোট কর্মীদের থেকে শুরু করে এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন।
শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রসঙ্গে টেনে পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষি থেকে শুরু করে সর্বস্তরে তার হাতের ছোঁয়া আছে। নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই সময় অনেকেই হেসেছিলেন। আজকে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সেসব বিষয়ে রুখে দাঁড়াতে হবে।’
বর্তমানে নির্বাচনী সার্চ কমিটি প্রসঙ্গে পল্টু বলেন, ‘আপনারা নতুন নির্বাচন কমিশন চেয়েছিলেন। সেটার জন্য সার্চ কমিটি করা হয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই।’
অনুষ্ঠানের শুরুতে সেনগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ উদ্যাপন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত হাস্যরসের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিয়েছেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি এত দ্রুত চলে যাবেন, এমনটা কেউ আশা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। তাঁর বক্তব্যে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটকালীন বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এসেছে। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি রাজনৈতিক ছোট কর্মীদের থেকে শুরু করে এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন।
শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রসঙ্গে টেনে পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষি থেকে শুরু করে সর্বস্তরে তার হাতের ছোঁয়া আছে। নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই সময় অনেকেই হেসেছিলেন। আজকে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সেসব বিষয়ে রুখে দাঁড়াতে হবে।’
বর্তমানে নির্বাচনী সার্চ কমিটি প্রসঙ্গে পল্টু বলেন, ‘আপনারা নতুন নির্বাচন কমিশন চেয়েছিলেন। সেটার জন্য সার্চ কমিটি করা হয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই।’
অনুষ্ঠানের শুরুতে সেনগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ উদ্যাপন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে