Ajker Patrika

রাজধানীতে ৭ দিনে ১৫ খুন, আইনশৃঙ্খলার অবনতি দেখছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২২, ০১: ৩৭
রাজধানীতে ৭ দিনে ১৫ খুন, আইনশৃঙ্খলার অবনতি দেখছে না পুলিশ

রাজধানীতে হঠাৎ বেড়েছে হত্যা, ছিনতাইসহ রহস্যজনক মৃত্যুর ঘটনা। ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা এবং এক ছাত্রীকে গুলি করে হত্যাসহ পুলিশের সাবেক কর্মকর্তা, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী, গৃহবধূ মিলিয়ে ১৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাইকারীদের হাতে ছয় পুলিশ সদস্য জখম হওয়ার ঘটনাও ঘটেছে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। 

২৪ মার্চ বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। তাঁর গাড়িচালক মুন্না এসময় গুলিবিদ্ধ হন। জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতিও সেসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান । শনিবার রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা মুক্তা আক্তারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

রোববার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন দন্ত্যচিকিৎসক আহমেদ মাহী বুলবুল। এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি নিহতের স্বজনদের। নিহত বুলবুল চিকিৎসাসেবার পাশাপাশি ঠিকাদারি কাজ করতেন। ঠিকাদারির একটি কাজে নোয়াখালী যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এ ছাড়া দুই দিনে গুলিস্তান ও বংশালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পুলিশের ছয় সদস্য। 

হঠাৎ ঢাকায় অপরাধ বৃদ্ধির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা ভাব এবং করোনার কারণে আর্থিক টানাপোড়েনের প্রভাব দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা। 

তাঁরা বলছেন, করোনার কারণে মানুষের আর্থিক টানাপোড়েনের কারণে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক নেতারাও এর মধ্যে রয়েছেন। টেন্ডারসহ বিভিন্ন আর্থিক দ্বন্দ্বে বাড়ছে হত্যাসহ বিভিন্ন অপরাধ। এ ছাড়া আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে পুলিশিং গড়ে না ওঠায় অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

তবে খোদ রাজধানীতে এতো কম সময়ের মধ্যে গুলি করে, গলা কেটে এবং ছুরিকাঘাতে এতোগুলো হত্যাকে আইনশৃঙ্খলার অবনতি বলে মনে করছে না পুলিশ। 

তেমনটিই বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি ওমর ফারুক হোসেন। তিনি বলেন, ‘কে কাকে হত্যা করবে, সেটি মনোজগতের বিষয়। ডাক্তার নিহতের ঘটনাটি ছিনতাই নয়। এটি তাঁর ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ঘটেছে। কারণ, তিনি কিছুদিন আগে ১৫ কোটি টাকার ঠিকাদারি কাজ পেয়েছেন। পুলিশ আহতের ঘটনাটিও আইনশৃঙ্খলার অবনতি নয়। ডাকাতি, ছিনতাই কিংবা চুরি বেড়ে গেলেই কেবল আইনশৃঙ্খলার অবনতি বলা যেতে পারে। অপরাধের মাত্রা কখনো বাড়ে, আবার কখনো কমে। আশা করা যাচ্ছে, সবকিছু শান্ত হয়ে যাবে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।’ 

হঠাৎ রাজধানীতে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ার পেছনে আর্থিক লেনদেন ও সামাজিক ব্যবস্থার ত্রুটি দেখছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গৎবাঁধা পুলিশিং চলছে। অপরাধ দমনের ক্ষেত্রে বিশেষায়িত পুলিশিং প্রয়োজন, যা এখনো হয়নি। বিভিন্ন ধরনের দ্বন্দ্বের পেছনে সামাজিক নানা টানাপোড়েন কাজ করে। কিশোর অপরাধের জন্য যে ধরনের পুলিশিং প্রয়োজন, সেটি এখনো গড়ে ওঠেনি। পরিবর্তনশীল সমাজের জন্য পুলিশের যে ধরনের সক্ষমতা ও দৃষ্টিভঙ্গি, তা যুগোপযোগী নয়। আসলে অপরাধের ধরন অনুযায়ী কোন ধরনের পুলিশিং প্রয়োজন, সেটি এখনো বুঝে ওঠা যায়নি।’ 

ওমর ফারুক আরও বলেন, ‘পুলিশ ট্র্যাডিশনাল দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব নিতে চায় না। তারা এটাকে মানসিক ও রাজনৈতিক চাপ মনে করে। যার কারণে একটি মনোভাব তৈরি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত