নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটের মাধ্যমে এবার ৭৬ হাজার ৯৮৩টি পশু বেচাকেনা হয়েছে। যার মূল্য ১ হাজার ৮ কোটি টাকা। এরমধ্যে ডিজিটাল হাট এবং এর সঙ্গে সংযুক্ত সারা দেশের আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি পশু বিক্রি হয়েছে ৮৬৬ কোটি টাকায়। আর মার্চেন্ট এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়েছে ১৪২ কোটি টাকায়। ডিজিটাল হাটের তত্ত্বাবধানে থাকা এটুআই (একসেস টু ইনফরমেশন) এর পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছর ডিজিটাল হাট থেকে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির পশু বেচাকেনা হয়েছিল। যার বাজারমূল্য ছিল আড়াই হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার বিধিনিষেধ না থাকায় এবার অনলাইনে পশু বিক্রি কমেছে। তা ছাড়া গত বছর ঈদের ১১ দিন আগে ডিজিটাল হাট চালু হয়েছিল। আর এবার ডিজিটাল হাট শুরু হয় ঈদের মাত্র ছয়দিন আগে। এ কারণেও এ বছর এই হাটের মাধ্যমে কম পশু বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘এবার স্বাভাবিকভাবেই বিক্রি কম হয়েছে। তবে আমরা এবার প্রচুর নতুন ক্রেতা পেয়েছি। ঢাকার বাইরেও প্রচুর পশু বিক্রি হয়েছে। এটা আমাদের বুঝিয়ে দেয় যে ডিজিটাল হাট এখন আর শহরকেন্দ্রিক কোনো কনসেপ্ট না। সারা দেশেই অনলাইনে পশুর ক্রেতা বাড়ছে।’
উল্লেখ্য, করোনার বিধিনিষেধের কারণে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে প্ল্যাটফর্মে (ডিজিটাল পশুর হাট) কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। সে বছর কেবল ঢাকা শহরেই এই হাটের কেনাবেচা সীমাবদ্ধ ছিল। ২৭ হাজার পশু বিক্রি হয় সে বছর। এরপর গত বছর সারা দেশে আঞ্চলিক অনলাইন হাটগুলোকেও ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়। আর এ বছর সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে স্থায়ীভাবে বসানো হয় ডিজিটাল হাট।
সারা বছরব্যাপী এ হাটে পশু কেনাবেচা করা যাবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০ টিরও অধিক হাট এবং বিভিন্ন এলাকার ৭০টি খামারকে ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটের মাধ্যমে এবার ৭৬ হাজার ৯৮৩টি পশু বেচাকেনা হয়েছে। যার মূল্য ১ হাজার ৮ কোটি টাকা। এরমধ্যে ডিজিটাল হাট এবং এর সঙ্গে সংযুক্ত সারা দেশের আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি পশু বিক্রি হয়েছে ৮৬৬ কোটি টাকায়। আর মার্চেন্ট এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়েছে ১৪২ কোটি টাকায়। ডিজিটাল হাটের তত্ত্বাবধানে থাকা এটুআই (একসেস টু ইনফরমেশন) এর পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছর ডিজিটাল হাট থেকে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির পশু বেচাকেনা হয়েছিল। যার বাজারমূল্য ছিল আড়াই হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার বিধিনিষেধ না থাকায় এবার অনলাইনে পশু বিক্রি কমেছে। তা ছাড়া গত বছর ঈদের ১১ দিন আগে ডিজিটাল হাট চালু হয়েছিল। আর এবার ডিজিটাল হাট শুরু হয় ঈদের মাত্র ছয়দিন আগে। এ কারণেও এ বছর এই হাটের মাধ্যমে কম পশু বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘এবার স্বাভাবিকভাবেই বিক্রি কম হয়েছে। তবে আমরা এবার প্রচুর নতুন ক্রেতা পেয়েছি। ঢাকার বাইরেও প্রচুর পশু বিক্রি হয়েছে। এটা আমাদের বুঝিয়ে দেয় যে ডিজিটাল হাট এখন আর শহরকেন্দ্রিক কোনো কনসেপ্ট না। সারা দেশেই অনলাইনে পশুর ক্রেতা বাড়ছে।’
উল্লেখ্য, করোনার বিধিনিষেধের কারণে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে প্ল্যাটফর্মে (ডিজিটাল পশুর হাট) কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। সে বছর কেবল ঢাকা শহরেই এই হাটের কেনাবেচা সীমাবদ্ধ ছিল। ২৭ হাজার পশু বিক্রি হয় সে বছর। এরপর গত বছর সারা দেশে আঞ্চলিক অনলাইন হাটগুলোকেও ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়। আর এ বছর সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে স্থায়ীভাবে বসানো হয় ডিজিটাল হাট।
সারা বছরব্যাপী এ হাটে পশু কেনাবেচা করা যাবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০ টিরও অধিক হাট এবং বিভিন্ন এলাকার ৭০টি খামারকে ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
১৪ মিনিট আগেঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৫ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৬ ঘণ্টা আগে