Ajker Patrika

১৯ অক্টোবর ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৮: ২৩
Thumbnail image

ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৯ দফা দাবি নিয়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে ১৯ অক্টোবর ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে ঢাকায় মতবিনিময় সভা করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য। তবে কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ অন্য বিভাগীয় শহরগুলোতেও ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জনমত সংগঠিত করা হবে।

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

জুয়েল বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের কাছে ছাত্র সমাজ কিংবা দেশবাসীর পদত্যাগ ভিন্ন অন্য কোনো দাবি নেই। আমাদের দাবি—গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী আন্দোলনরত সব রাজনৈতিক দলের প্রতি। সরকারের পদত্যাগ, ভোটাধিকার এবং রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের লড়াই তাই আজ এক সুতোয় গাঁথা। বাংলাদেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য, তা ৫২ বছরের নানান রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতির কারণে আজ বিভ্রান্ত, অসংগঠিত ও পথভ্রষ্ট। একই সঙ্গে ভয় ও দখলমুক্ত গণতান্ত্রিক ধারার শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থান সৃষ্টি করা আমাদের ঐতিহাসিক কর্তব্য।’

তিনি বলেন, ‘ছাত্র ঐক্যের পক্ষ থেকে ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৯ দফা প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে এবং গত ১২ অক্টোবরে ছাত্র কনভেনশনে প্রতিনিধিদের মাধ্যমে সেই ৯ দফা গৃহীত হয়েছে। বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে ক্রিয়াশীল গণতান্ত্রিক ১৫টি ছাত্রসংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আগামী ১৯ অক্টোবর ঢাকায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা কর্মসূচি ঘোষণা করছি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র ঐক্যের সমন্বয়ক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

বক্তারা ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষে জনমত গড়ে তুলতে এবং আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ৯ দফার ভিত্তিতে আন্দোলন-সংগ্রাম জারি রাখতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (তাসমিয়া প্রধান), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুতফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত