Ajker Patrika

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫: ১২
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে গেলে যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার ভোরে সড়কের পৌলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে ট্রাকটি উল্টে গেলে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তা সরিয়ে নিতে দেড় ঘণ্টা সময় লাগে।

আজ শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে। সড়কের পৌলি এলাকায় ওই দুর্ঘটনার রেষ পড়েছে পুরো সড়কে। টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। গাড়িগুলো চলছে খুবই ধীরে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল আজকের পত্রিকাকে বলেন, সকালে সিমেন্টবোঝাই ট্রাকটি সড়কে উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। ট্রাকটি সরাতে দেড় ঘণ্টা সময় লাগে। পরে যান চলাচল শুরু হয়। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে। সড়কে ৭৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত