সাভার (ঢাকা) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
২০ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৬ মিনিট আগেআজ ৩ ফেব্রুয়ারি, সোমবার সারাদিনে ঘটে যাওয়া আলোচিত ১০টি খবরের মধ্যে রয়েছে—তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি, সামান্থার নতুন প্রেম, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে বাড়িঘর লুটপাট, গণঅভ্যুত্থান নিয়ে সাবেক সেনাপ্রধানের বিশ্
৩৯ মিনিট আগেচট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে