টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মো. ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় শাহিনের বাড়িতে ভাড়া থাকতেন।
আজ বেলা ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষে ইদ্রিস ও তাঁর কয়েকজন বন্ধুকে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরদিন সকালে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইদ্রিসের ছোট ভাই এরশাদ হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ইদ্রিস আলী ও জাহাঙ্গীর দুজন বন্ধু ছিলেন। আজ মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন। জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
গাজীপুরের টঙ্গীতে মো. ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় শাহিনের বাড়িতে ভাড়া থাকতেন।
আজ বেলা ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষে ইদ্রিস ও তাঁর কয়েকজন বন্ধুকে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরদিন সকালে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইদ্রিসের ছোট ভাই এরশাদ হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ইদ্রিস আলী ও জাহাঙ্গীর দুজন বন্ধু ছিলেন। আজ মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন। জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে