Ajker Patrika

বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০: ২৮
বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আনিস (৭১)। তিনি বংশাল থানার মৃত ছমির উদ্দিনের ছেলে। আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হলো।

মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

জানা গেছে, রোববার ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাফিজুল আবেদীন বলেন, ‘ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এর আগে গতকাল শনিবার ভোরে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার আব্দুর রশিদের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার সন্ধ্যায় আক্কাস আলী (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। একই দিন শুক্রবার ভোরে হাবিবুল্লাহ হবি (৬৭) নামে এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমায় অংশ নিতে এসে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক ও গাজীপুর মহানরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেবের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত