Ajker Patrika

দৈনিক ১৫ লাখ ডোজ টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫: ৫০
দৈনিক ১৫ লাখ ডোজ টিকা দেবে সরকার

টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে। 

তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই। 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত