নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে