Ajker Patrika

গোপালগঞ্জের থ্রি হুইলার-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের থ্রি হুইলার-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

গোপালগঞ্জে থ্রি-হুইলার ও মাটি ভর্তি ট্রলির সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় থ্রি হুইলারে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যবসায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার তহম আলী খলিফার ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা থ্রি-হুইলারটি গোপালগঞ্জ সদর উপজেলার নীলার মাঠ এলাকায় পৌঁছায়। বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারের যাত্রী নজরুল খলিফা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও চার যাত্রী আহত হন। 

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুলের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত