মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে পৌর শ্মশানঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে বর্ষণ দাস (১৭) নামে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর নদ থেকে অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত শিক্ষার্থী মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বলাই দাসের বড় ছেলে ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক বলাই দাসের ছেলে বর্ষণ দাস আজ শনিবার দুপুর ১টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তিন-চারজন সঙ্গীর সঙ্গে মনোহরদী শ্মশানঘাট-সংলগ্ন স্থানে গোসলের সময় হঠাৎ নদীতে তলিয়ে যায় সে।
তার সঙ্গীদের চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি শেষে বেলা সাড়ে ৩টার দিকে ব্রহ্মপুত্রের বুক থেকে স্থানীয় লোকজন তার অচেতন দেহ উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মৃত বর্ষণ দাস এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদীর মনোহরদীতে পৌর শ্মশানঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে বর্ষণ দাস (১৭) নামে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর নদ থেকে অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত শিক্ষার্থী মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বলাই দাসের বড় ছেলে ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক বলাই দাসের ছেলে বর্ষণ দাস আজ শনিবার দুপুর ১টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তিন-চারজন সঙ্গীর সঙ্গে মনোহরদী শ্মশানঘাট-সংলগ্ন স্থানে গোসলের সময় হঠাৎ নদীতে তলিয়ে যায় সে।
তার সঙ্গীদের চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি শেষে বেলা সাড়ে ৩টার দিকে ব্রহ্মপুত্রের বুক থেকে স্থানীয় লোকজন তার অচেতন দেহ উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মৃত বর্ষণ দাস এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
২১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৩৭ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
৩৯ মিনিট আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
৪০ মিনিট আগে