নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে থেকে যাওয়া উর্দুভাষী জনগোষ্ঠী দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে সব রকমের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। পুনর্বাসনসহ ৭ দফা দাবিও জানিয়েছে উর্দুভাষী জনগোষ্ঠীর এই সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেছেন সংগঠনের কার্যকরী সভাপতি এম শওকত আলী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শওকত আলী বলেন, ‘১৯৭২ সালে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ লাখ ৬৯ হাজার উর্দুভাষীদের পাকিস্তানে প্রত্যাবর্তন করা হয়। এরপর পুনরায় আর প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমানে আমরা পাকিস্তান সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে পাকিস্তান প্রত্যাবর্তন প্রক্রিয়ার দাবির পরিবর্তে এ দেশেই পুনর্বাসিত হতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় বলছেন-যে উর্দুভাষী জনগোষ্ঠীকে পাকিস্তান সরকার ফিরিয়ে নেয়নি, আমি তাদের এ দেশে সম্মানজনক পুনর্বাসন করে দেবার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। ওনার এই মহানুভবতায় উর্দুভাষী জনগোষ্ঠী আশ্বস্ত ও খুবই আনন্দিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের যত দিন পর্যন্ত স্থায়ীভাবে পুনর্বাসন না হয় তত দিন পর্যন্ত তাদের হয়রানি বা উচ্ছেদ করা যাবে না মর্মে একটি সরকারি আদেশ জারি করা, যত দিন পর্যন্ত উর্দুভাষী জনগোষ্ঠীকে পুনর্বাসন হচ্ছে না তত দিন পর্যন্ত প্রণীত বিধি অনুযায়ী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধাসহ বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা বহাল রাখা, অসহায় গরিব উর্দুভাষীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সরকারিভাবে উর্দুভাষীদের কোন তালিকা প্রণয়ন ও পুনর্বাসন করা হলে তাতে উক্ত সংগঠনকে সম্পৃক্ত করা, উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ওপর রুজুকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।’
এ ছাড়াও রাবিতা ট্রাস্টে উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য হাবিব ব্যাংকে জমাকৃত ৫০০ কোটি রুপি বাংলাদেশ সরকারকে ফেরত দেবার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা, শিক্ষিত ও বেকার যুবকদের সরকারি উদ্যোগে চাকরি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের শিক্ষাবৃত্তির আওতায় এনে বিদেশ প্রেরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে থেকে যাওয়া উর্দুভাষী জনগোষ্ঠী দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে সব রকমের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। পুনর্বাসনসহ ৭ দফা দাবিও জানিয়েছে উর্দুভাষী জনগোষ্ঠীর এই সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেছেন সংগঠনের কার্যকরী সভাপতি এম শওকত আলী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শওকত আলী বলেন, ‘১৯৭২ সালে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ লাখ ৬৯ হাজার উর্দুভাষীদের পাকিস্তানে প্রত্যাবর্তন করা হয়। এরপর পুনরায় আর প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমানে আমরা পাকিস্তান সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে পাকিস্তান প্রত্যাবর্তন প্রক্রিয়ার দাবির পরিবর্তে এ দেশেই পুনর্বাসিত হতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় বলছেন-যে উর্দুভাষী জনগোষ্ঠীকে পাকিস্তান সরকার ফিরিয়ে নেয়নি, আমি তাদের এ দেশে সম্মানজনক পুনর্বাসন করে দেবার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। ওনার এই মহানুভবতায় উর্দুভাষী জনগোষ্ঠী আশ্বস্ত ও খুবই আনন্দিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের যত দিন পর্যন্ত স্থায়ীভাবে পুনর্বাসন না হয় তত দিন পর্যন্ত তাদের হয়রানি বা উচ্ছেদ করা যাবে না মর্মে একটি সরকারি আদেশ জারি করা, যত দিন পর্যন্ত উর্দুভাষী জনগোষ্ঠীকে পুনর্বাসন হচ্ছে না তত দিন পর্যন্ত প্রণীত বিধি অনুযায়ী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধাসহ বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা বহাল রাখা, অসহায় গরিব উর্দুভাষীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সরকারিভাবে উর্দুভাষীদের কোন তালিকা প্রণয়ন ও পুনর্বাসন করা হলে তাতে উক্ত সংগঠনকে সম্পৃক্ত করা, উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ওপর রুজুকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।’
এ ছাড়াও রাবিতা ট্রাস্টে উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য হাবিব ব্যাংকে জমাকৃত ৫০০ কোটি রুপি বাংলাদেশ সরকারকে ফেরত দেবার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা, শিক্ষিত ও বেকার যুবকদের সরকারি উদ্যোগে চাকরি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের শিক্ষাবৃত্তির আওতায় এনে বিদেশ প্রেরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৯ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২৭ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
৩৪ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৪০ মিনিট আগে