Ajker Patrika

আল্পনা-পালাগানে ঢাকা উত্তরে পয়লা বৈশাখ করবে ‘অলিগলি হালখাতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আল্পনা-পালাগানে ঢাকা উত্তরে পয়লা বৈশাখ করবে ‘অলিগলি হালখাতা’

আল্পনা, পালাগান, কনসার্ট, আর্ট ক্যাম্প, ভাবালাপের সমন্বয়ে ঢাকা উত্তরে আসন্ন পয়লা বৈশাখ উদযাপন করা হবে। পয়লা বৈশাখে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে নববর্ষ পালনের এই উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তরের গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা অঞ্চলের নাগরিকেরা। রাজধানীর উত্তরে সাংস্কৃতিক আবহ ছড়িয়ে দেওয়ার শুরুর এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘অলিগলি হালখাতা। 

আজ রোববার বিকেলে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ‘অলিগলি হালখাতা’ নাগরিক উদ্যোগের সমন্বয়ক সাংবাদিক নূর সাফা জুলহাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটিসহ বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই আয়োজনের সহযোগিতায় রয়েছে। 

সংবাদ সন্মেলনে নূর সাফা জুলহাজ জানান, ‘পুরাতন চলে যায়, কোন নূতনেরে ডেকে!’ প্রতিপাদ্যে এই আয়োজন আগামী ১৪ এপ্রিল বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পালাগান করবেন ইসলাম উদ্দিন পালাকার, গান করবেন সমগীত ও গানপোকা ব্যান্ডের সদস্যরা। 

হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, রোকেয়া সুলতানা, জামাল আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, মুস্তাফা খালিদ পলাশ সহ ৫০ জন শিল্পীর অংশগ্রহণে হবে দিনব্যাপী আর্ট ক্যাম্প। শিশু-কিশোরদেরও আঁকার আয়োজন থাকবে। শিল্পী শামীম সুব্রানার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্পের নামকরণ করা হয়েছে ‘চিত্রালাপ’।

ভাবালাপ পর্বে নগর ও সামাজিক জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, শিল্পী হাশেম খান, আফজাল হোসেনসহ স্থপতি, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। এ ছাড়াও উদ্যোক্তারা জানান, ১৩ তারিখ রাতে চৈত্র সংক্রান্তির রাতে গুলশান এলাকার রাস্তায় আলপনা করা হবে। 

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘এবার যদি সবাই মিলে একটা ভালো কাজ করতে পারি, তাহলে সামনে আরও ভালো করতে পারব। ঢাকা উত্তর অর্থনৈতিক রাজধানী হয়েছে। এখন সাংস্কৃতিক রাজধানী হতে পারে কি না দেখা যাক।’

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘ঢাকা উত্তরে সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। এই অনুষ্ঠান সফল করতে আমরা সকল ধরনের সহযোগিতা করব। আগামীতে এই অনুষ্ঠান আরও বড় করে করতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব সৈয়দ আহসান হাবীব, শাহাবুদ্দিন পার্ক ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ফাইবার সিকিউরেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ রহমান, সাংবাদিক মানস ঘোষ, শিল্পী শামীম সুব্রানা, অলিগলির সমন্বয়ক জাহেদ চৌধুরী মিঠু, ব্রান্ডকার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব রহিম উদয় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত