Ajker Patrika

কারওয়ান বাজার থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৪, ২০: ৫৩
কারওয়ান বাজার থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লাইনের ওপর গাছ ও সোলার প্যানেল পড়ে কারওয়ান বাজার ও মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়, ‘শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর ঝড়ে গাছের ডাল ও মতিঝিল স্টেশনসংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে।’

‘সহসাই চালুর চেষ্টা চলছে। এখন উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।’

বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে ডিজিটাল সাইনবোর্ডে ‘জরুরি বাটন টেপা হয়েছিল’ লেখা থাকলেও প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘এ নিয়ে অপারেশন টিম কাজ করছে। একটা সমাধান আসবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। ছবি: সংগৃহীতএর আগে, সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলে আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল স্বাভাবিক হয় সকাল ১০টার পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত