Ajker Patrika

ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২২, ১৭: ০২
ফাঁকা ঢাকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।

রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম। 

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।

রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।

ঈদের ছুটিতে রাজধানীতে নেই চিরচেনা যানজটফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র‌্যাবের টহলও চোখে পড়েছে।

ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত