নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে