টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাঁদের আদালতে পাঠানো হবে।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাঁদের চিনতে পারছি না।’
গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাঁদের আদালতে পাঠানো হবে।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাঁদের চিনতে পারছি না।’
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিবেদন দিতে এক মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ
৬ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির বাবা আজ সোমবার সকালে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের চরলটিয়া গ্রামের বাসিন্দা ও
৬ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশখা সরকার (৩৫) নামের কৃষাণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের রাধা গবিন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম মাবুল হোসেন (৫৫)। তিনি পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা ও মসলা ব্যবসায়ী ছিলেন।
২০ মিনিট আগে