Ajker Patrika

অবশেষে বিরল প্রজাতির হনুমানটি উদ্ধার, ৯৯৯–এ ফোন করেও মেলেনি সহযোগিতা

প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২১, ১০: ৩২
অবশেষে বিরল প্রজাতির হনুমানটি উদ্ধার, ৯৯৯–এ ফোন করেও মেলেনি সহযোগিতা

গোপালপুর (টাঙ্গাইল) : খাবারের খোঁজে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি বিরল প্রজাতির (মুখপোড়া) হনুমানকে উদ্ধারের জন্য গেল দুই দিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামের শিমুল আল মামুন নামের এক ব্যবসায়ী। মামুন ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে।

বিরল প্রজাতির এই হনুমান অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ আগে কুকুরের তাড়া খেয়ে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। গতকাল বুধবার সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরও অসুস্থ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটি পলিথিন দিয়ে ঢেকে দেয়।

মামুন বলেন, `বনাঞ্চল থেকে পাঁচ দিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে আসে হনুমানটি। এর পায়ে কুকুরের কামড়ের ক্ষত ছিল। অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল হনুমানটি। আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি।' এদিকে বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে। কেউ কেউ কলা ও পাউরুটি খেতে দেয়। দুই দিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এ সময় আবারও অন্য একটি কুকুর তার পিঠে কামড় দেয়। পরে মামুন ও তার বোনসহ অন্যরা হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এতে আরও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। এরপর থেকে গত দুই দিন (মঙ্গল ও বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিলেও কেউ হনুমানটি উদ্ধার করতে আসেনি।

হনুমানটির দিনদিন অসুস্থতা বাড়লে মামুন দুশ্চিন্তায় পড়ে যান। পরে স্থানীয় একজনের সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে মধুপুর থেকে আসা উদ্ধারকারী একটি টিমের কাছে হনুমানটি হস্তান্তর করেন। এরপর ওই টিম হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, `বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য মধুপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে তারা দ্রুত এটি উদ্ধার করে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত