Ajker Patrika

আবারও গজারিয়া- চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি চালু হবে কাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে আবারও ফেরি চালু হবে আগামীকাল বুধবার। আগামীকাল সকাল ১০টার দিকে গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌরুটে আবার এই ফেরি সার্ভিস চালু হবে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী এ খবর নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকপর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি  নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। পন্টুন স্থাপনের কাজ প্রায় শেষ। কিছু আনুষ্ঠানিকতা শেষে কাল সকালে পুনরায় ফেরি সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।

গজারিয়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,‘আগামীকাল গজারিয়া- চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠান থাকবেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে ৫০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলে জেলা সদর থেকে গজারিয়ায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমবে। এর আগে ২০১৮সালের ৩জুন এই নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুপাড়ের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়কের প্রশস্ততা বৃদ্ধি এবং মানোন্নয়নের কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে ফলে যানবাহনের সংখ্যা আগের চাইতে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত