Ajker Patrika

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি

রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তাঁরা।

এ দিন সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকেরা। কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকেরা অংশ নেন। কর্মসূচিতে ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তাদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বিভিন্ন সময়ে তাদের এই আন্দোলন চলছে জানিয়ে চিকিৎসকেরা বলেন, ৩ বছর ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। তখন জামাত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে।

এবার অন্তর্বর্তী সরকারের কাছে তারা ভাতা বৃদ্ধি করে দ্রুত প্রজ্ঞান দাবি করছেন। এর আগে শনিবার রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন ট্রেইনি চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত