নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্লবীর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান। মিরপুর এলাকা থেকে সম্প্রতি সাতজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, বুধবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পল্লবী থানা-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।
এসআই সজীব খান আরও জানান, তিন শিক্ষার্থীকে উদ্ধারের ব্যাপারে র্যাব তাদের জানিয়েছে। তিনি র্যাব অফিসে যাচ্ছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার পর তাদের মোবাইল ও সিমকার্ড ফেলে দেওয়া হয়। ফলে তাদের অবস্থান শনাক্ত করতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, গত ৩০ সেপ্টেম্বর পল্লবী থেকে তিন শিক্ষার্থী নিখোঁজের পাশাপাশি মিরপুর থেকে আরও দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ১ অক্টোবর আরও এক কিশোরী নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে সদরঘাট ও তুরাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আগেই আসামি তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে লুকিয়ে নিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়।
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্লবীর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান। মিরপুর এলাকা থেকে সম্প্রতি সাতজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, বুধবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পল্লবী থানা-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।
এসআই সজীব খান আরও জানান, তিন শিক্ষার্থীকে উদ্ধারের ব্যাপারে র্যাব তাদের জানিয়েছে। তিনি র্যাব অফিসে যাচ্ছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার পর তাদের মোবাইল ও সিমকার্ড ফেলে দেওয়া হয়। ফলে তাদের অবস্থান শনাক্ত করতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, গত ৩০ সেপ্টেম্বর পল্লবী থেকে তিন শিক্ষার্থী নিখোঁজের পাশাপাশি মিরপুর থেকে আরও দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ১ অক্টোবর আরও এক কিশোরী নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে সদরঘাট ও তুরাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আগেই আসামি তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে লুকিয়ে নিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
১ ঘণ্টা আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
২ ঘণ্টা আগে